সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তাক আহমেদ বলেছেন, সরকারি প্রতিটি সেক্টরে সেবা নিশ্চিত করা হবে। আমরা জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। দুর্নীতিমুক্ত ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানুষের কল্যাণ করতে চাই।
সোমবার (৭ অক্টোবর) সাতক্ষীরার কলারোয়া উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মো. মোস্তাক আহমেদ বলেন, সকল প্রতিষ্ঠানে সরকারি নিয়ম বাস্তবায়ন করতে হবে। নিয়ম মানা না হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুশফিয়াতুন্নাহারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মইনুল ইসলাম, কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ এস এম আনোয়ারুজ্জমান, ওসি মো. শাহিন। উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জিয়াউল হক।
মতবিনিমিয় সভায় সুধীজনরা কলারোয়া উপজেলার নানা সমস্যা তুলে ধরেন। বেত্রবতী ব্রিজ, পৌরসভার বেহাল সড়ক, হাসপাতালের অব্যবস্থাপনা, কোচিং বাণিজ্য প্রভৃতি বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করা হয়। জেলা প্রশাসক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন।
মন্তব্য করুন