খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতায় কেএসটিসি ডায়াগনস্টিক সেন্টার ভাঙচুরের মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৬ অক্টোবর) রাতে খাগড়াছড়ি সদরের শালবন ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পাঁচজন হলেন, লুৎফুর রহমান, নূর মোহাম্মদ, ইসলাম হোসেন, শাহজাহান ও মো. কামরুল।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করে বলেন, খাগড়াছড়িতে সহিংসতা চলাকালে জেলা শহরের কল্যাণপুর এলাকার কেএসটিসি নামে ডায়াগনস্টিক সেন্টার ও ভাঙচুর ও লুটের ঘটনায় মামলায় খাগড়াছড়ি সদরের শালবন ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১ অক্টোবর খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানা নামে এক শিক্ষককে পিটিয়ে হত্যা করে পাহাড়ি শিক্ষার্থী ও বহিরাগতরা। এ ঘটনাকে কেন্দ্র করে জেলা সদরের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে।
এ সময় কল্যাণপুরে কেএসটিসি হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। ঘটনার পর ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী কল্যানী চাকমা।
মন্তব্য করুন