কক্সবাজারের সমুদ্রসৈকতে গোসল করতে নেমে আসমাইন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় সমুদ্রসৈকতের লাবণী-শৈবাল পয়েন্টের মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে।
স্কুলছাত্র আসমাইন (১৪) কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়র ছড়ার করিমুল হকের পুত্র। সে কক্সবাজার পিটি স্কুলসংলগ্ন ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
আসমাইনের বন্ধুরা জানায়, আসমাইন ও তার ৯ বন্ধু এক সঙ্গে সাগরে গোসল করতে নামে। এ সময় ঢেউয়ের আঘাতে বন্ধুদের কাছ থেকে আসমাইন ছিটকে পড়ে। আসমাইনকে তার এক বন্ধু বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেও বিফল হয়। পরে লাইফ গার্ড, বিচকর্মী ও স্বজনরা দীর্ঘ ৫ ঘণ্টা খোঁজাখুঁজির পর সমিতি পাড়া ২ নম্বর গলি সাগর পয়েন্ট থেকে আসমাইনের ভাসমান মরদেহ উদ্ধার করে।
নিহত স্কুলছাত্রের ভাই আশফাক বলেন, বাড়ির পাশে স্কুলে যাওয়ার কথা বলে আসমাইন সকাল সাড়ে ৭টায় ঘর থেকে বের হয়। বন্ধুদের সঙ্গে সৈকতে গোসল করতে যাবে সেটি আমরা পরিবারের কেউ জানি না।
কক্সবাজার সী সেফ লাইফগার্ড সংস্থার ইনচার্জ মোহাম্মদ উসমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দলবেঁধে সাগরে গোসল করতে নামে একদল ছাত্র। এদের মধ্যে একজন নিখোঁজের খবর পেয়ে দ্রুত ওয়াটার বাইক নিয়ে উদ্ধার অভিযানে নেমে পড়ি। দীর্ঘ ৫ ঘণ্টা পর সৈকতের সমিতি পাড়া ২ নম্বর গলি পয়েন্ট থেকে নিখোঁজ স্কুলছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করি। পরে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন