নারায়ণগঞ্জ শহরের কালীরবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় রোববার (৬ অক্টোবর) রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে রাত সাড়ে ১১ টার দিকে আগুন লাগে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে কালীরবাজারের মসলা গলি এলাকার ভেতরে হঠাৎ আগুন জ্বলে উঠে। ধীরে ধীরে আগুনের তীব্রতা বাড়তে শুরু করে। এ সময় মার্কেটের বিভিন্ন মালামাল সরানোর চেষ্টা করেন ব্যবসায়ীরা। আগুনে প্রায় ২০-২৫টি দোকান পুড়ে গেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রাত ১১ টা ২৮ মিনিটে শহরের কালীরবাজার মার্কেটে দোকানে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ ও হাজিগন্জ ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট কাজ করেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রথমে একটি মসলার দোকানে আগুন লাগে। তবে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন