শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগদ অর্থসহায়তা দেওয়া হয়েছে। রোববার (৬ অক্টোবর) বিকেলে নগরভবনে সচিবের দপ্তর কক্ষে ৭৮টি মণ্ডপের নেতাদের হাতে অর্থ তুলে দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন।
এ সময় রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান দেবাশিষ রায় মধু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহীর সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু, সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা, উৎসব ক্লাবের সভাপতি স্বপন কুমার রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আনন্দ মোহন মণ্ডল, রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তারা সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদ্যাপনে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
মন্তব্য করুন