বরিশালের বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিস থেকে সার্ভেয়ার জসিম উদ্দিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৬ অক্টোবর) রাতে ভূমি অফিসের নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রাত ১১টার দিকে বাবুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক পলাশ চন্দ্র এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি আত্মহত্যা কি না সে বিষয়টি এখনই বলা যাচ্ছে না। নিহত সার্ভেয়ার জসিম উদ্দিনের (৪০) গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে। তবে চাকরির সুবাধে বরিশাল নগরীতে পরিবার নিয়ে বসবাস করেন তিনি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ভূমি অফিসের অফিস সহায়ক নিকিল জানান, রাত ৮টার দিকে সার্ভেয়ার জসিম উদ্দিন তাকে বাইরে হোটেল থেকে ভাত কিনে আনতে বলেন। রাতে ভাত নিয়ে অফিসে ফিরে দেখতে পান ফ্যানের সঙ্গে জসিম উদ্দিন ঝুলছেন। তাৎক্ষণিক বিষয়টি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং থানা পুলিশকে জানান। তারা এসে রাতে মরদেহ উদ্ধার করেন।
বাবুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক পলাশ চন্দ্র বলেন, ‘রাত ১১টা পর্যন্ত মরদেহ ভূমি অফিসের তৃতীয় তলায় অফিস কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলছিল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের (ভূমি) উপস্থিতিতে মরদেহ উদ্ধার করা হয়।
বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। পাশাপাশি বিষয়টি তদন্ত করে দেখা হবে।
মন্তব্য করুন