কক্সবাজারের ঈদগাঁও বাস-স্টেশনের কাছে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ইজিবাইকচালক। রোববার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঈদগাঁওর খোদাই বাড়ি নামক স্থানে বাঁশবোঝাই চাঁদের গাড়ির সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালক নিহত হন। তার পরিচয় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত জনতা চাঁদের গাড়িটি আটকে রাখে। তবে চালক পালিয়ে যান।
ডুলহাজারা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল করা হযেছে এবং গাড়ি দুটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন