নারায়ণগঞ্জ শহরের কালীরবাজারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (৬ অক্টোবর ) রাত সাড়ে ১১ টায় কালীরবাজারের বেশ কয়েকটি দোকানে আগুন লাগে। এ সময় মার্কেটের বিভিন্ন মালামাল সরাতে দেখা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি জানান, রাত ১১ টা ২৮ মিনিটে শহরের কালীরবাজার মার্কেটে দোকানে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ ও হাজিগঞ্জ ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট কাজ করছে।
মন্তব্য করুন