নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ঢাকা কলেজের শিক্ষার্থীসহ নিহত ৩

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ঢাকা কলেজের শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। ছবি : কালবেলা
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ঢাকা কলেজের শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। ছবি : কালবেলা

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ বছরের এক শিশু ও দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাদেবপুর উপজেলার ধনজইল মোড়ে মোটরসাইকেলের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে মনিরুল ইসলাম (২৩) ও সারাফাত হোসেন (২২) নামে দুই কলেজছাত্র নিহত হন।

অপরদিকে বদলগাছী উপজেলার মিঠাপুর পশ্চিমপাড়া দইভান্ডার মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় মরিয়ম (৬) নামের এক শিশু কন‍্যা নিহত হয়। এ ঘটনায় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কিচক গ্রামের আফসার হোসেনের ছেলে ট্রাকচালক ফিদাকে (৪২) পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

নিহত মরিয়ম বদলগাছী উপজেলার মিঠাপুর পশ্চিমপাড়া গ্রামের সুজন মিয়ার মেয়ে।

নিহতদের মধ্যে সারাফাত হোসেন ঢাকা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী। তিনি উপজেলার জয়পুর সরদারপাড়া গ্রামের মাহমুদুল হাসানের ছেলে। আর মনিরুল ইসলাম শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজের শিক্ষার্থী। তিনি একই উপজেলার গোঁফানগর গ্রামের মোবারক হোসেনের ছেলে।

সরেজমিনে জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেল যোগে নওগাঁ শহর থেকে বাসায় ফিরছিলেন দুই বন্ধু সারাফাত ও মনিরুল। পথিমধ্যে ধনজইল মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে দুজন ঘটনাস্থলেই মারা যান। সংবাদ পেয়ে নওহাটা মোড় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এদিকে একই দিন বিকেল ৫টায় বদলগাছীর মিঠাপুর পশ্চিমপাড়া দইভান্ডার মোড়ের আফসার হোসেনের বাড়ির সামনের দোকান থেকে খাবার কিনে রাস্তা পার হচ্ছিল শিশু মরিয়ম। এ সময় গোবরচাঁপা থেকে আক্কেলপুরগামী শসাবোঝাই ট্রাকটি শিশু মরিয়মকে চাপা দেয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় আক্কেলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।

মহাদেবপুর থানার ওসি হাসমত আলী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

শিশু মৃত্যুর ঘটনায় বদলগাছী থানার ওসি শাহ্জাহান আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক ও ট্রাকচালক ফিদাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের উত্তাল রাজনীতিতে আরও দুই নারীর অভিষেক

শাহবাগ ও আশপাশের এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ইমরান সমর্থকদের শেষ গন্তব্য ‘ডি-চক’ আসলে কী?

কলেজ সহিংসতায় তৃতীয় পক্ষের উসকানি ছিল, সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা

চলমান সমস্যা সমাধানে প্রয়োজন নির্বাচিত সরকার : মির্জা ফখরুল

‘সকল রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

গুচ্ছ ভর্তি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়

জুলাই গণঅভ্যুত্থান / শহীদ ২৫ পরিবারকে ৮ লাখ টাকা করে আর্থিক অনুদান

পাকিস্তানে পিটিআই’র বিক্ষোভ / মানবাধিকারের প্রতি সম্মান জানাতে যুক্তরাষ্ট্রের আহ্বান

চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

১০

পাকিস্তানে ইন্টারনেটে ধীরগতি, কী বলছে সরকার

১১

গুলির মুখেও এগিয়ে যাচ্ছেন ইমরান সমর্থকরা, ভয়াবহ সংঘাতের আশঙ্কা

১২

কিশোরগঞ্জে বাসা থেকে দুই সন্তানসহ বাবা-মায়ের মরদেহ উদ্ধার

১৩

ভোটার তা‌লিকা হালনাগাদ হলেই নির্বাচনের তারিখ ঘোষণা : ধর্ম উপদেষ্টা

১৪

‘সংঘাত, অস্থিরতা ও আন্দোলনের মিত্রদের বিভক্তির দায় সরকার এড়াতে পারে না’

১৫

বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক / মোহাম্মদ হারুন-উর রশিদ আর নেই

১৬

জুলাই বিপ্লব ইতিহাসের ইতিবাচক পরিবর্তন : শফিকুর রহমান

১৭

দেশ মাতৃকার বিরুদ্ধে চক্রান্ত থেমে নেই : তারেক রহমান

১৮

বগুড়ায় প্রথম আলো কার্যালয়ে হামলা-ভাঙচুর

১৯

আমরা লড়াই করে গণতন্ত্র ফেরত আনব : টুকু

২০
X