মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভুকশিমইল ইউনিয়নের মীরশংকর গ্রামে স্কুলপড়ুয়া মেয়ের সঙ্গে অশালীন আচরণের প্রতিবাদ করায় বাবা মোস্তফা কামালকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর মামা। শনিবার (৫ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মোস্তফা কামালের মেয়েকে বাড়িতে এসে গৃহশিক্ষক হিসেবে পড়াতেন একই এলাকার মৃত আজম্মিল আলীর ছেলে খসরু মিয়া। শনিবার বিকেলে পড়াতে আসেন এবং খাতায় অংক লিখে দেওয়ার নাম করে জড়িয়ে ধরার চেষ্টা করেন।
এক পর্যায়ে স্কুলছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন। তার চিৎকারে পাশের রুমে থাকা স্কুলছাত্রীর মা এসে গৃহশিক্ষক খসরু মিয়ার সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে শিক্ষার্থীর বাবা বাড়িতে আসলে তার মা বিষয়টি জানান। কিছুক্ষণ পর স্থানীয় ঘাটের বাজার এলাকায় মেয়ের বাবাকে রাস্তায় একা পেয়ে খসরু মিয়া ও তার ভাই কাউসার আহমদ মিলে অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিলেট ওসমানী মেডিকলে কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বলেন, রাতে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
মন্তব্য করুন