পাবনার জেলা প্রশাসক মোহম্মদ মফিজুল ইসলাম বলেছেন, এবার নিষিদ্ধ সময়ে ইলিশ ধরা হলে শুধু অর্থদণ্ডই করা হবে না, কারাদণ্ডও দেওয়া হবে।
রোববার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘ইলিশ সম্পদ উন্নয়নসংক্রান্ত’ জেলা টাস্কফোর্সের সভায় এ কথা বলেন তিনি।
মোহম্মদ মফিজুল ইসলাম বলেন, ইলিশ ধরা বন্ধের সময়ে সরকার প্রতিটি জেলে পরিবারকে চাল দিয়ে সহায়তা করছে। এর পরেও কেউ ইলিশ ধরার চেষ্টা করা হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।
সভায় বক্তারা বলেন, পাবনা জেলার সঙ্গে পদ্মা এবং যমুনা নদী সম্পৃক্ত। এই দুই নদীতে ইলিশ মাছ ধরা পড়ে। সরকার ঘোষিত ইলিশ মাছ ধরা থেকে বিরত থাকার সময় মানুষ মাছ ধরে, ফলে ইলিশ সংরক্ষণ ব্যাহত হয়। এ জন্য নৌ-পুলিশসহ প্রশাসনকে সর্তক থাকতে হবে। ইলিশ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, পাবনা প্রেস ক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী, জেলা তথ্য কর্মকর্তা মো. সামিউল আলম, সহকারী কমিশনার মো. ওয়ালিউর রহমান রুবেল প্রমুখ।
মন্তব্য করুন