নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উব্দাখালী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্রায় ৬৬ গ্রামে পানি ঢুকেছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নেত্রকোনা কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় কলমাকান্দার উব্দাখালী নদীর পানি ডাকবাংলো পয়েন্টে বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, উব্দাখালী নদী ছাড়াও উপজেলার গণেশ্বরী, মহাদেও, মঙ্গেলশ্বরী ও বৈঠাখালী নদীর পানি বাড়ছে। এতে উপজেলার নতুন নতুন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। তলিয়ে গেছে গ্রামীণ সড়ক ও বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান। এতে স্থানীয় লোকজনের মধ্যে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে।
খারনৈ ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক বলেন, আমার ইউনিয়নের গজারমারী এলাকাসহ বেশকিছু জায়গায় সড়ক ভেঙে গেছে। তলিয়ে গেছে বাড়িঘর ও বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, চলতি বছর ১৫ হাজার ২০০ হেক্টর জমিতে আমন ধান ও ৩০০ হেক্টর জমিতে শাকসবজি রোপণ করা হয়েছিল। তারমধ্যে প্রায় ৮ হাজার হেক্টর আমন ধান ও ৭০ হেক্টর শাকসবজি পানিতে তলিয়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শহিদুল ইসলাম বলেন, উপজেলায় পাহাড়ি ঢলে পানি বেড়েছে। বিভিন্ন স্থানে পরিস্থিতি খোঁজখবর নেওয়া হচ্ছে। বন্যা মোকাবিলায় প্রস্তুত আছে উপজেলা প্রশাসন।
পাউবোর নেত্রকোনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান বলেন, ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ নদীর পানি বাড়ছে। ইতোমধ্যে বিপৎসীমা ছাড়িয়েছে কলমাকান্দার উব্দাখালী নদীর পানি। তবে রোববার সকাল থেকে কোনো বৃষ্টি হয়নি, তাই বন্যার তেমন আশঙ্কা নেই।
মন্তব্য করুন