রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরে শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

রংপুর রেলওয়ে স্টেশনে বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের রেললাইন অবরোধ। ছবি : কালবেলা
রংপুর রেলওয়ে স্টেশনে বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের রেললাইন অবরোধ। ছবি : কালবেলা

রংপুর রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন, ট্রেনের সংখ্যা বাড়ানো ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণসহ ১০ দফা দাবিতে অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (৬ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বুড়িমারি থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী একটি ট্রেন রংপুর স্টেশনে অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এ সময় তারা রেলের সংস্কার ও উন্নয়নের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিভাগীয় নগরীর এ রেলওয়ে স্টেশনটি দেড়শ বছর আগে ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল। এখন স্টেশনটি দেখলে ভূতের বাড়ি মনে হয়। দেশের অন্য রেলওয়ে স্টেশনগুলো আধুনিকতায় যতটা এগিয়েছে ঠিক ততটাই পিছিয়েছে এ স্টেশন। অনেকটা ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে। যাত্রীদের কোনো বিশ্রামাগার ও টয়লেট সুবিধা নেই। বারবার বলার পরও রেলওয়ে কর্তৃপক্ষ ভবনগুলো সংস্কার করছে না।

তারা আরও বলেন, ৫০ বছরেও রংপুর স্টেশনে উন্নয়নের ছিটেফোঁটাও লাগেনি। ১৬ বছরের সব বরাদ্দ হরিলুট হয়েছে। দেশের অন্যান্য রুটের ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হলেও রংপুর থেকে ছেড়ে যাওয়া অনেকগুলো ট্রেন বন্ধ করা হয়েছে।

কর্মসূচি চলাকালে রংপুর রেলওয়ে স্টেশনে উন্নয়ন বৈষ্যমের জন্য শিক্ষার্থীরা রেলের মহাপরিচালক সরদার সাহাদাত আলী এবং লালমনিরহাট বিভাগীয় পরিচালক আব্দুস সালামের অপসারণ দাবি করেন। দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণাসহ জেলা প্রশাসকের মাধ্যমে যোগাযোগ উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়।

এ বিষয়ে রংপুর রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট (ভারপ্রাপ্ত) শংকর গাঙ্গুলী বলেন, রেলওয়ে স্টেশন রি-মডেলিং প্রকল্পের আওতায় দেশের বিভাগীয় পর্যায়ের রেলস্টেশনগুলো থেকেও আইকনিক স্টেশন হবে রংপুর। জায়গা ও বাজেট ঠিকঠাক হলে খুব দ্রুত স্টেশনের কাজ শুরু হবে।

দশ দফা দাবিগুলো হলো

কমপক্ষে ৮০০ মিটার দৈর্ঘ্যের ৮ টি প্ল্যাটফর্ম সংবলিত আইকনিক স্টেশন, ব্রডগেজ লাইন, ব্রডগেজ ও মিটারগেজের পৃথক ওয়াসপিট বাস্তবায়ন, টিএক্সআর সুবিধা, রেক অবস্থান ও শান্টিংয়ের জন্য ইয়ার্ড, সিবিআই সিগন্যাল সিস্টেম, কাউনিয়ায় বাইপাস নির্মাণ, যাতে রংপুর-পার্বতীপুর-সান্তাহার এবং রংপুর-গাইবান্ধা-সান্তাহার একই দূরত্ব হয়।

এ ছাড়া রংপুর রেলওয়ে ফাঁড়িকে থানায় উন্নীতকরণ, স্টেশনের সামনের ফুটপাত এবং দখল করা জায়গা উদ্ধার, গন্তব্য রংপুর ঠিক রেখে প্রতিটি বিভাগীয় নগরীর সঙ্গে যোগাযোগের জন্য আলাদা ২ জোড়া করে ট্রেন, প্রতিটি জেলা শহরের সঙ্গে আপ-ডাউন মিলিয়ে ৪ থেকে ৬টি ট্রিপ করা, রংপুর এক্সপ্রেসের রুট পরিবর্তন এবং আরও ২টি আন্তঃনগর ট্রেন চালু করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

ইতালিতে বিএনপির আলোচনা সভা

মৌলভীবাজার প্রেস ক্লাবের সভাপতি সরওয়ার, সম্পাদক শেফুল

নিখোঁজের ৭ ঘণ্টা পর মৎস্য ঘেরে মিলল দুই শিশুর লাশ

ময়মনসিংহে বন্যার্তদের পাশে এমরান সালেহ প্রিন্স

চবিতে র‍্যাগিং, বুলিং ও ইভটিজিং নিষিদ্ধ

চীনে ক্যান্টন ফেয়ার শুরু হচ্ছে ১৫ অক্টোবর

সুস্থ উদারপন্থি গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই : আমিনুল হক

ঢাকায় মোটরসাইকেল নিবন্ধন বন্ধের দাবি

শিক্ষক দিবসে শিক্ষকের হাতে হাতকড়া!

১০

পাবিপ্রবি উপাচার্যের সঙ্গে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

১১

পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৫ হাজার ৯৬ কোটি টাকা

১২

৮ দফা বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি ঐক্য পরিষদের

১৩

সাঈদী ও আলেমদের ওপর নির্যাতনের কথা বলায় চাকরি গেল ইমামের

১৪

সনি র‌্যাংগসের ৫০ হাজার কোটি টাকা পাচার, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আটকে যায় দুদকের তদন্ত

১৫

ইউএনওকে ফোন করে নিজের বাল্যবিয়ে বন্ধ করল স্কুলছাত্রী

১৬

১২৭ রানে শেষ বাংলাদেশের ইনিংস

১৭

প্রথমবারের মতো বাণিজ্যিক গেমিংয়ের অনুমতি দিল আবুধাবি

১৮

‘গণতন্ত্রের দোহাই দিয়ে আমেরিকা বিভিন্ন দেশে অশান্তি লাগিয়ে রেখেছে’

১৯

ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

২০
X