জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, পাঁচ বছরে জামায়াতে ইসলামী বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করবে, যেখানে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি থাকবে না। শ্রমিকের ন্যূনতম বেতন থাকবে ৩০ হাজার টাকা।
রোববার (৬ অক্টোবর) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ মাঠে উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত সিরাতুন্নবি (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সেলিম উদ্দিন বলেন, ইসলামের ভিত্তিতে দেশ চললে সংখ্যালঘুরাও নিরাপদ থাকবে, নারীরাও নিরাপদে চলাফেরা করতে পারবে। সব মানুষের অধিকার নিশ্চিত হবে। আমরা আগামীর বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, ঘুষখোর চাই না। ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতার সে সুফল প্রতিটি ঘরে পৌঁছে দিতে চাই। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েম করতেই আন্দোলন চালিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামী।
তিনি আরও বলেন, দেশে বিগত ৫৩ বছরে আমরা অনেক দেখেছি। অনেক জেল-জুলুম, অত্যাচার সহ্য করেছি। ইসলামের দাওয়াতি কাজ করতে গিয়ে হজরত মোহাম্মদকেও (সা.) অনেক অত্যাচার, জুলুম ও ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমরা নবীর উম্মত হিসেবে রাসুলের সুন্নাহ বাস্তবায়নে যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি।
ঢাকা মহানগর উত্তরের আমির বলেন, মোহাম্মদকে (সা.) ভালোবেসে আমরা দ্বীনের বিজয়ের জন্য প্রস্তুত আছি। বাংলাদেশেও মক্কা বিজয়ের ঘটনা ঘটবে। আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না। স্বাধীন এ বাংলাদেশে কোনো সন্ত্রাসী কার্যক্রম আমরা বরদাশত করব না। আমরা মানুষের দুর্দশা লাগব করব। সব অন্যায়ের বিরুদ্ধে আমাদের অন্দোলন চলবে।
উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান ও পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুস সোবহানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা দক্ষিণের আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক আব্দুল হান্নান ও সিলেট জেলা দক্ষিণের সহকারী সেক্রেটারি হাফিজ নাজমুল ইসলাম।
মন্তব্য করুন