হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ প্রিন্সকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ অক্টোবর) ভোরে পৌরসভার নগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহ নেওয়াজ প্রিন্স পৌরসভার নগর গ্রামের শাজাহান মিয়ার ছেলে।
আজমিরীগঞ্জ থানার ওসি এবিএম মাঈদুল হাসান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ৪ আগস্ট দুপুরে পৌরশহরের পূবালী ব্যাংকের পাশে বিএনপির একটি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় গত ২১ সেপ্টেম্বর উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা আহম্মদ মিয়ার ছেলে মো. ইফজল মিয়া মামলা করেন।
এ মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনোয়ার আলীকে প্রধান আসামি করে ৩১ জনের নাম উল্লেখ ও ১০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। সে মামলায় ভোরে শাহ নেওয়াজ প্রিন্সকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন