রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের ঘটনায় দায়ের মামলায় রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে রাজশাহীর বোয়ালিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবীর বলেন, সাবেক সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদকে রাজশাহীতে আনা হচ্ছে। তার নামে ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আনজুম হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
তিনি বলেন, রাজশাহীতে আনার পর তাকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হবে। এরপর তাকে আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য করুন