নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইয়ুব আলী নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় শ্রমিকলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
শনিবার (৫ অক্টোবর) রাতে উপজেলার তারাবো ও পলখান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলি।
গ্রেপ্তারকৃতরা হলেন রূপগঞ্জ উপজেলার তারাব হাটিপাড়া এলাকার মৃত আরব আলীর ছেলে ও তারোব পৌরসভা সড়ক পরিবহন শ্রমিকলীগ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং পলখান এলাকার রুস্তম মোল্লার ছেলে ও দাউদপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জামান মোল্লা।
বাদী আইয়ুব আলী ওই মামলায় উল্লেখ করেন, গত ৫ আগস্ট বিকেল ৫টার দিকে চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার মানিক মিয়ার বাড়ির সামনে পৌঁছালে আসামিরা আইয়ুব আলীর পথরোধ করে। একপর্যায়ে আইয়ুব আলীকে বেধড়ক মারপিট করে। পরে ধারালো অস্ত্র দিয়ে পেটে পোঁচ মেরে গুরুতর আহত করলে নারীভুরি বের হয়ে যায়। একপর্যায়ে আসামিরা হাতে থাকা পিস্তল দিয়ে গুলি করে পেটে ও বাম ও ডান পায়ে জখম করে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে ঢাকা কাকরাইল এরেরা হসপিটাল ও পরে বনশ্রী ফরাজি হাসপাতালে চিকিৎসা নেন।
মন্তব্য করুন