কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের জিরানিতে টিফিন ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। ছবি : কালবেলা
গাজীপুরের জিরানিতে টিফিন ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। ছবি : কালবেলা

টিফিন ভাতার দাবিতে গাজীপুরের জিরানিতে আইরিশ ফ্যাশন নামে একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শনিবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে টিফিন ভাতার দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকরা।

একপর্যায়ে তারা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে নবীনগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ভোগান্তিতে পড়েন উত্তরবঙ্গগামী যাত্রীরা।

শিল্প পুলিশ জানিয়েছে, গত কয়েকদিন ধরে আইরিশ কারখানায় শ্রমিক অসন্তোষ ছিল। শনিবার সকালে টিফিন ভাতার দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকরা। একপর্যায়ে তারা নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে।

এদিকে, বিক্ষিপ্তভাবে ওই কারখানা ছাড়া গাজীপুরে শান্তিপূর্ণ পরিবেশে চলছে বেশির ভাগ তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে দলে দলে শ্রমিকরা কারখানায় এসে কাজে যোগদান করেছেন। কারখানা নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর আগে শুক্রবার (৪ অক্টোবর) ছুটির দিনেও ৩০ ভাগ কারখানা খোলা রেখেছেন মালিকরা।

বকেয়া বেতন পরিশোধ ও বেতনভাতা বৃদ্ধিসহ নানা দাবিতে বেশ কিছুদিন ধরে শ্রমিক আন্দোলনের কারণে বিভিন্ন কারখানায় উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে। এ কারণে ক্ষতি পুষিয়ে নিতে ছুটি দিলেও কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেয় মালিকরা।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, শ্রমিকদের লাগাতার আন্দোলন, ভাঙচুর, অগ্নিসংযোগ, মহাসড়ক অবরোধের মতো নানা কর্মসূচির কারণে পোশাকশিল্প বড় ক্ষতির মুখোমুখি হয়েছে। বর্তমানে পোশাক শিল্পে স্বাভাবিকতা ফিরে আসছে। গতকাল শুক্রবার ৩০ শতাংশ কারখানা খোলা ছিল।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান বলেন, গাজীপুরে ২ হাজারের বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানার মধ্যে শনিবার আইরিশ কারখানায় শ্রমিক বিক্ষোভ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে। এ ছাড়া ৮টি কারখানা বিভিন্ন কারণে বন্ধ রেখেছেন মালিক পক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমব্রিজ ইন্টারন্যাশনাল পরীক্ষা / ৬৫ বাংলাদেশি শিক্ষার্থীর ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড’ অর্জন

‘আ.লীগ তার পুরোনো হিন্দু-মুসলিম খেলায় মেতে উঠেছে’ 

‘খেলার মাঠ দখলের সহযোগিতায় স্থানীয় সরকার ও নগর কর্তৃপক্ষ’

বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী

সড়ক দুর্ঘটনায় নিরাপত্তা কর্মীর মৃত্যু, বাসে অগ্নিসংযোগ-ভাঙচুর

আহতদের বেদনা হৃদয় ছুঁইয়ে গেল

‘সরকার ব্যর্থ হলে ১৮ কোটি মানুষের বিপ্লব ব্যর্থ হয়ে যাবে’

মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেস এক্সিবিশনে বাংলাদেশ 

আটক আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে তোপের মুখে পুলিশ 

আইডিয়াল কলেজের অভিভাবক প্রতিনিধি হলেন জাহাঙ্গীর পাটোয়ারী

১০

খুমেকে পরিচালক না থাকায় সেবায় গতি, প্রশাসনিক কাজে স্থবিরতা

১১

ডিআরইউর নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানালেন জামায়াতের আমির

১২

‘আমরা চাই না ছাত্রশিবির সাধারণ ছাত্রদের কষ্টের কারণ হোক’

১৩

আইনজীবী সাইফুলের কবর জিয়ারত করলেন নোবিপ্রবি উপাচার্য

১৪

উত্তরা ইউনিভার্সিটিতে এইচআর সামিট ২০২৪ অনুষ্ঠিত

১৫

‘পঞ্চম বাহিনী’ থেকে সতর্ক থাকতে হবে : রিজভী

১৬

সিলেট সীমান্তে ৫ যুবক আটক

১৭

আশুলিয়ায় ইটভাটা ও ব্যাটারি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১৮

ইলিয়াস হোসেনের বক্তব্য নিয়ে আসিফ নজরুলের প্রতিক্রিয়া

১৯

অসাধু আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান বিএএসএর

২০
X