দিনাজপুরের খানসামা সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ হয়েছে। এতে জাতীয় দৈনিক কালবেলা পত্রিকা খানসামা উপজেলা প্রতিনিধি মাসুদ রানাকে আহ্বায়ক ও দৈনিক সকালের সময়ের প্রতিনিধি জসিম উদ্দিনকে সদস্যসচিব করে ১০ সদস্যবিশিষ্টি কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা মেইন গেটসংলগ্ন অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় সবর্সম্মতিক্রমে এ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, সিনিয়র সদস্য মো. আজিজার রহমান (দৈনিক নবচেতনা), সদস্য মো. লায়ন ইসলাম (দৈনিক প্রতিদিনের খবর), মো. নুর আমিন (দৈনিক গণজাগরণ), সুজন শেখ (দৈনিক বাংলাদেশ সমাচার), শফিকুল ইসলাম সোহাগ (দৈনিক ঢাকা প্রতিদিন), মো. মজনু আলম (দৈনিক রুপান্তর প্রতিদিন), মো. বুলবুল ইসলাম, (দৈনিক সংলাপ), মো. রাকিবুল ইসলাম রাকিব (ই সময়)।
সংগঠনের সিনিয়র সদস্য মো. আজিজার রহমান বলেন, আমরা কারো প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী হতে সংঠনটি গঠন করিনি। মূলত ‘যেখানেই কলম অবিচল সেখানেই আমরা’ স্লোগান নিয়ে খানসামায় কর্মরত সাংবাদিকদের একত্রিত ও সুসংগঠিত করতে এবং সবার অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখতে সংগঠনটি গঠন করা হয়েছে। সাংবাদিকদের অধিকার আদায় ও নির্যাতিত সাংবাদিকদের পাশে খানসামা সাংবাদিক ফোরাম সবসময় থাকবে। সংগঠনটি মানবকল্যাণে কাজ করে দেশে দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করি।
তিনি আরও বলেন, এ বছেরর ২৪ ডিসেম্বর পর্যন্ত এই কমিটি বলবৎ থাকবে এবং ২৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
মন্তব্য করুন