বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হত্যা মামলায় রংপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও হাজীরহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজেদুল আরেফিন মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ অক্টোবর) রাতে নগরীর তার অফিস থেকে গ্রেপ্তার করা হয়।
রংপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) শিবলী কায়সার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজ্জাদ হত্যা মামলায় কাউন্সিলর ওয়াজেদুল আরেফিন মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) আসামিকে আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে।
গত ১৯ জুলাই বিকেলে রংপুর সিটি করপোরেশনের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান সবজি বিক্রেতা সাজ্জাদ। পরে ২০ আগস্ট নিহতের স্ত্রী জিতু বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানাসহ ৫৭ জনের নাম উল্লেখ করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আদালতে মামলা দায়ের করেন।
মন্তব্য করুন