বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হত্যা মামলায় রংপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও হাজীরহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজেদুল আরেফিন মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় তার অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ শিবলী কায়সার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাজ্জাদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে।
গত ১৯ জুলাই বিকেলে রংপুর সিটি করপোরেশনের সামনে কোটা আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান সবজি বিক্রেতা সাজ্জাদ। পরে গত ২০ আগস্ট নিহতের স্ত্রী জিতু বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানাসহ ৫৭ জনের নাম উল্লেখ করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতয়ালী আদালতে মামলা দায়ের করেন। এ মামলায় অন্য আসামিরা হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, নাইমুল ইসলাম খান, রাশেদ খান মেনন, এ আরাফাত, অপু উকিল, রংপুরের সাবেক এমপি আহসানুল হক চৌধুরীর ডিউক, জাকির হোসেন সরকার, আসাদুজ্জামান বাবলু, বদরগঞ্জের পৌর মেয়র টুটুল চৌধুরী, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ ৮ পুলিশ কর্মকর্তা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ জেলা, মহানগর ও উপজেলা আওয়ামী লীগের ৫৭ জনের নেতার নাম উল্লেখ করা হয়।
মন্তব্য করুন