ময়মনসিংহের ভালুকায় মায়ের হাতে ৯ বছরের কন্যা শিশু খুনের অভিযোগ উঠেছে। মেয়েকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘাতক মা কেয়া চক্রবর্তীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে পৌরসভার ৬ নং ওয়ার্ডের শহীদ নাজিম উদ্দিন রোডস্থ সাদিকুর রহমান তালুকদারের বাসায় এ ঘটনা ঘটে।
জানা যায়, খাগড়াছড়ি জেলা রামগড় উপজেলার কেন্দ্রীয় কালিবাড়ী এলাকার প্রসেনজিৎ চক্রবর্তী ভালুকা পৌরসভায় সাদিকুরেরে বাসায় ভাড়া থাকেন। স্কয়ার কোম্পানিতে চাকরির সুবাদে তিনি পরিবার নিয়ে সেখানে থাকেন। শুক্রবার সন্ধ্যায় স্বামী বাইরে থাকা অবস্থায় মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে মা।
ভালুকা মডেল থানার ওসি শামছুল হুদা খান কালবেলাকে জানান, নিহতের মা কেয়া চক্রবর্তী মানসিক রোগী ও ৭ মাসের অন্তঃসত্ত্বা। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন