বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে গ্রেপ্তার করেছের র্যাব।
শুক্রবার (৪ অক্টোবর) রাতে নওগাঁ সদর থানাধীন দক্ষিণ পাড়া গ্রাম এলাকা থেকে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে র্যাব এর একটি দল অভিযান চালিয়ে নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেপ্তার করেছে। তার নামে ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আনজুম হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
তিনি আরও বলেন, নওগাঁ অথবা জয়পুরহাট র্যাব ক্যাম্পে তাকে রাখা হবে। সেখানে যদি তার নামে কোনো মামলা থাকে সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। না থাকলে রাজশাহীর মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হবে।
মন্তব্য করুন