খুলনায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর খালিশপুরে এক সুধী সমাবেশে এ ঘটনা ঘটে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন—১১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সরোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তুহিন, ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইয়াসিন মোল্লা, যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুবদল নেতা শরিফুল ইসলাম, যুবদলের সদস্য দিদার বিশ্বাস ও মো. সোহেল, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নূরুজ্জামান, বিপ্লব, মোয়াজ্জেম, নাজমুল, আরিফুর রহমান, রানা, সোহেল ও হোসেন।
পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা জানান, শুক্রবার খুলনা মহানগরীর খালিশপুর পিপলস গোলচত্বরে বিএনপির ৮ এবং ১১নং ওয়ার্ড বিএনপির সুধী সমাবেশ নির্ধারিত ছিল। সমাবেশস্থলে মঞ্চে ওঠা ও সামনের চেয়ারে বসা নিয়ে স্থানীয় বিএনপির দুই গ্রুপ তর্কে জড়িয়ে পড়লে একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।
খালিশপুর থানা বিএনপির সদস্যসচিব হাবিব বিশ্বাস বলেন, মঞ্চে ওঠা নিয়ে কিছুটা হাতাহাতি হয়েছে। এতে কয়েকজন সামান্য আহত হয়েছেন। হাসপাতালে তাদের দেখে এসেছি।
খালিশপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, হাতাহাতি হয়েছে বলে শুনেছি। এতে বিএনপির সদস্য শহিদসহ ১৫ জন আহত হয়েছেন। এখনও কেউ থানায় কোনো অভিযোগ করেননি। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন