রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার আশপাশের নিরাপত্তা পরিস্থিতির সার্বিক বিবেচনায় নিয়ে এবার অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের পক্ষ হতে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের সই করা পত্রে বলা হয়েছে, রাঙামাটি পার্বত্য জেলার সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এসব এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ৪ অক্টোবর হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলো।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার জানান, সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত নিরুৎসাহিত করা হয়েছে।
গত ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর হতে ২৭ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত তিন দিন সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়। পরে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আরও দ্বিতীয় ধাপে তিন দিন গত ২৮ সেপ্টেম্বর হতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলেও ফের তৃতীয় ধাপে ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিল।
মন্তব্য করুন