বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিরীহ ছাত্রদের ওপর হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগে সিলেটের এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে এয়ারপোর্ট থানা এলাকায় র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই চেয়ারম্যানের নাম এম নিজাম উদ্দিন (৩৩)। তিনি গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি গোয়াইনঘাটের মৃত নুর মিয়ার ছেলে।
র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল কালবেলাকে বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে এসএমপি কোতোয়ালি মডেল থানায় মামলা রয়েছে।
তিনি বলেন, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার নেতৃত্ব দেওয়া ও বিগত সরকারের আমলে দুর্নীতি, লুটপাটসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করার জন্য র্যাবের গোয়েন্দা দল কাজ করছে। সন্ধ্যায় নিজাম উদ্দিনকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন