আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটি এবং রাঙামাটি জেলা বিএনপির নেতাদের সঙ্গে সনাতনী সম্প্রদায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ৩টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এনেক্স সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাজিব ধর (তমাল), রাঙামাটি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু হাওলাদার।
রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় অতিথিরা ছাড়াও সমন্বয় সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, রাঙামাটি সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সুব্রত দে, জগদ্ধাত্রী মাতৃ মন্দিরের সভাপতি স্বপন মহাজন, শংকর মিশন রাঙামাটির উপদেষ্টা দিলীপ নন্দী, গীতাশ্রম মন্দিরের সহসভাপতি রাজু প্রসাদ দে, জাগো হিন্দু পরিষদ রাঙামাটি জেলার সভাপতি দেবব্রত চক্রবর্তীসহ প্রমুখ।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, শারদীয় দুর্গাপূজা নিয়ে সনাতনী সম্প্রদায়ের পাশে যাতে বিএনপির নেতারা থাকে সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, পূজামণ্ডপ কমিটির সঙ্গে বিএনপির পূজা মনিটরিং কমিটির সমন্বয় করা যেতে পারে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। দেশ-বিদেশে বসে পতন হওয়া সরকারের লোকজন ষড়যন্ত্র করতে পারে, সেজন্য সবাইকে সচেতন হতে হবে। যাতে সুন্দর সুষ্ঠুভাবে দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সেজন্য বিএনপির নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা করবে সব সময়।
মন্তব্য করুন