নোয়াখালীর বেগমগঞ্জে গিয়াস উদ্দিন পাটোয়ারী নামে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে র্যাব-১১। তিনি উপজেলার আলাইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, আসন্ন দুর্গাপূজা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় র্যাব সারা দেশে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১১, নোয়াখালীর একটি অভিযানিক দল সেনাবাহিনীর সহযোগিতায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. গিয়াস উদ্দিন পাটোয়ারীকে নাশকতার মামলায় গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে নোয়াখালী জেলার বেগমগঞ্জ মডেল থানার নাশকতার মামলায় থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বলেন, বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন