টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক আলমনগর ইউপি চেয়ারম্যান আব্দুল মোমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) ভোরে পৌর শহরের কলেজ রোডের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, মধুপুর উপজেলার জাহিদ হোসেন নামে একজন বাদী হয়ে গত ৪ আগস্ট একটি মামলা করেন। সেই মামলায় মধুপুরের ছয়জনকে এর আগে গ্রেপ্তার করা হয়েছিল। এবার সেই মামলায় গোপালপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আব্দুল মোমেনকে মধুপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গোপালপুর থানা ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, পৌর শহরের কলেজ রোডের বাসভবন থেকে আব্দুল মোমেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মধুপুর থানার ওসি ইমরানুল কবীর কালবেলাকে বলেন, গত ৪ আগস্ট দায়ের হওয়া মামলায় আব্দুল মোমেনকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে সোপর্দ করা হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন।
মন্তব্য করুন