ফেনীতে হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ছাগলনাইয়া থানা পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল ও পৌর এলাকার বাঁশপাড়া ওয়ার্ডের আবদুস সালামের ছেলে মো. সোহাগ।
জানা যায়, ফেনীতে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে মহিপালে ছাত্র হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় জড়িত থাকার সন্দেহে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন জানিয়েছেন, রুবেল ছাত্রলীগের দায়িত্বে থাকলেও কখনও কারো ওপর অত্যাচার-অবিচার করেনি। তাছাড়া তিনি নিয়মিত মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন।
মামলার সত্যতা নিশ্চিত করে ফেনী থানার ওসি মর্ম জানান, অজ্ঞাত হিসেবে আসামিদের আদালতে সোপর্দ করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন