ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মন্দিরের জায়গা উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বুধবার (২ অক্টোবর) সকালে রেলওয়ের বিভাগীয় (চট্টগ্রাম) ভূসম্পত্তি কর্মকর্তা দীপঙ্কর তঞ্চ্যঙ্গার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জায়গায় থাকা ঘর উচ্ছেদসহ প্রায় ১০ শতাংশ জায়গা উদ্ধার করা হয়।
এ উদ্ধার অভিযানের পর পূজা পূর্ববর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের মাঝে স্বস্তি ফিরে এসেছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার মোগড়া ইউনিয়নের দশভুজা কালীমন্দিরের পক্ষে ১৪ শতাংশ জমি রেলওয়ে থেকে লিজ আনা হয়। এর মধ্য চার শতাংশ জমি মানবিক কারণে প্রতিবেশী মো. আব্দুল্লাহকে ছেড়ে দেওয়া হয়।
দেশের সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে ১৩ আগস্ট গভীর রাতে আব্দুল্লাহ দলবল নিয়ে ওই ১০ শতাংশ জায়গা দখলে নিয়ে নেন। ওই জায়গায় একটি ঘরও তুলে ফেলেন। এ সময় হামলায় হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকজন আহত হন।
আখাউড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক দীপক কুমার ঘোষ কালবেলাকে বলেন, বিষয়টি নিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। উচ্ছেদের পর স্বস্তি ফিরেছে।
মন্তব্য করুন