খাগড়াছড়ি জেলা সদর এলাকায় অনির্দিষ্টকালের জন্য জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) বিকাল ৩টার দিকে এ ঘোষণা দেন খাগড়াছড়ির জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. শহীদুজ্জামান।
এদিকে, ১৪৪ ধারা প্রত্যাহার হলেও আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। খাগড়াছড়ি শহরে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জানা যায়, মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরের দিকে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গণপিটুনিতে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানাকে পিটিয়ে হত্যা করে পাহাড়ি শিক্ষার্থী ও বহিরাগতরা। এ ঘটনা জানাজানি হলে খাগড়াছড়ি শহরে পাহাড়ি বাঙালি সম্প্রদায়ের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আরও জানা যায়, পাহাড়ি বাঙালিদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে জেলা শহরের পানখাইয়া পাড়া ও মহাজন পাড়া এলাকায় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ব্যাপক ভাঙচুর চালানো হয় কেএসটিসি হাসপাতালে। এ ঘটনায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে খাগড়াছড়ি সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।
মন্তব্য করুন