বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগের মামলায় কিশোরগঞ্জের জেলা আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম।
মঙ্গলবার (১ অক্টোবর) ও বুধবার (২ অক্টোবর) র্যাব বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল, তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মোতাহার, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন লাকি, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি এবং ধর্মবিষয়ক সম্পাদক শামছুল ইসলাম খান মাসুম।
বুধবার সকালে জেলা শহরের বাসা থেকে এম এ আফজলকে গ্রেপ্তার করে র্যাব। তাছাড়া এনায়েত করিম অমি ও শামছুল ইসলাম খান মাসুমকেও নিজ বাসা থেকে আটক করে র্যাব। তাদের নামে কিশোরগঞ্জ সদর মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে।
অপরদিকে তাড়াইল থানার ওসি সোহেল মিয়া জানান, সদর থানার একটি মামলায় মঙ্গলবার রাত ৩টার দিকে আজিজুল হক মোতাহারকে উপজেলা ধলা ইউনিয়নের কলমা গ্রাম থেকে ও গিয়াসউদ্দিন লাকিকে তাড়াইল-সাচাইল ইউনিয়নের কালনা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন