থ্রি হুইলার ও বাস শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় ফরিদপুর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন রুটের সাধারণ যাত্রীরা।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল থেকে অভ্যন্তরীণ কোনো রুটেই বাস চলাচল করেনি। দুপুর থেকে মুন্সিবাজার এলাকায় মহেন্দ্র শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখলে ফরিদপুর থেকে দূর পাল্লার সব ধরনের বাস চলাচলও বন্ধ হয়ে যায়। বুধবারও (২ অক্টোবর) আন্তঃজেলা সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, মহাসড়কে অবৈধভাবে থ্রি হুইলার চলাচল করার ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দায় মিনিবাসের তিন শ্রমিককে মারধর করেন থ্রি হুইলারের শ্রমিকরা। এ ঘটনার পর বাস শ্রমিকরা ফরিদপুর বাসস্ট্যান্ডে রাতে বিক্ষোভ করে বাস চলাচল বন্ধ করে দেন। রাতে প্রশাসনের হস্তক্ষেপে উভয়পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক হলেও কোনো ধরনের সমঝোতা না হওয়ায় সকাল থেকে ফের বাস চলাচল বন্ধ রয়েছে।
সরেজমিনে ঘুরে বাস যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাস চলাচল না করায় ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন রুটের যাত্রীরা। অনেকে বাস চলাচল বন্ধ থাকার খবর না জেনেই গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে পরিবহন স্ট্যান্ডে এলেও বাস না ছাড়ায় যেতে পারেননি। যদিও অতি প্রয়োজনে কেউ কেউ কম গতির যানবাহনে করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছেন।
এ বিষয়ে ফরিদপুর বাস মালিক গ্রুপের সভাপতি মো. কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, যতদিন না মহাসড়কে অবৈধ থ্রি হুইলার চলাচল বন্ধ হচ্ছে ততদিন বাস চলাচল বন্ধ থাকবে।
কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, উভয়পক্ষের সঙ্গে আলোচনা চলছে। সমঝোতা সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে সমস্যা সমাধান করা চেষ্টা অব্যাহত রয়েছে।
ফরিদপুরের ট্রাফিক পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, বিষয়টি নিয়ে উভয়পক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। আমরা কাজ করছি। অতিদ্রুত এ সমস্যার সমাধান করা হবে।
মন্তব্য করুন