ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০৭:৫৫ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৮:২৭ এএম
অনলাইন সংস্করণ

‘সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার নির্দেশ দিলেন তারেক রহমান’

ফেনীতে জেলা পূজা পরিষদের মতবিনিময় সভায় বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। ছবি : কালবেলা
ফেনীতে জেলা পূজা পরিষদের মতবিনিময় সভায় বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন।’ মঙ্গলবার (১ অক্টোবর) ফেনী শহরের ট্রাংক রোডের জয়কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির সঙ্গে জেলা পূজা পরিষদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবের রহমান শামীম আরও বলেন, স্বস্তিতে ও শান্তিতে সনাতন ধর্মাবলম্বীরা সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করতে পারে সেজন্য আসন্ন শারদীয় দুর্গাপূজায় মণ্ডপে মণ্ডপে পাহারায় থাকবে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সবার ঐকান্তিক প্রচেষ্টায় উৎসবমুখর পরিবেশে যেন পূজা নির্বিঘ্ন হয় এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

শামীম বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এবং কেউ যেন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে না পারে সেজন্য দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, দলীয় কেউ যদি পূজায় কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ দলীয়ভাবে বহিষ্কার ও বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন- চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হারন-অর রশীদ হারুন (ভিপি হারুন), বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন মজুমদার, মশিউর রহমান বিপ্লব।

আরও বক্তব্য দেন- ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেন্দ্রীয় সদস্য বিপ্লব পার্থ, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ খালেক, গাজী হাবিবুল্লাহ মানিক, আনোয়ার হোসাইন পাটোয়ারী, সদস্য অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী। জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হিরা লাল চক্রবর্তীর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহদেব চন্দ্র দাস ও তপন করের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য অ্যাডভোকেট সমীর চন্দ্র কর।

এ ছাড়া জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল নাথ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক লিটন সাহা, জয়কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক তপন দাস, ফেনী সদর পূজা পরিষদের সভাপতি তপন বসাক, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর দেবনাথ, ফুলগাজী পূজা পরিষদের সভাপতি বিপ্লব কান্তি দত্ত, ছাগলনাইয়া পূজা পরিষদের সভাপতি শংকর সাহা, পরশুরাম পূজা পরিষদের সহ-সভাপতি প্রণতোষ বিশ্বাস, দাগনভূঞা পূজা পরিষদের সভাপতি প্রাণরঞ্জন কুরী, সোনাগাজী পূজা পরিষদের সভাপতি সমর দাস প্রমুখ বক্তব্য দেন।

এর আগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনী জেলার প্রত্যেক পূজামণ্ডপের জন্য স্বেচ্ছাসেবক টিম গঠন করার লক্ষ্যে ফেনী জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে সদস্য সচিব আলাল উদ্দিন আলাল সঞ্চালনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইটিভি-সিজেএফবি সংগীত-সাংবাদিকতা এবং চলচ্চিত্রে বিশেষ অবদান / সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন, ফাহিম আহমেদ এবং জয়া আহসান 

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৯৭৯ মামলা 

সাতক্ষীরায় সাংবাদিকদের ওপর হামলা ও ডিসি কর্তৃক গালাগালের প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী ওয়াসার পানির দাম কমাতে আলটিমেটাম

‘জনশক্তি’ নিয়ে কোনও আলোচনা হয়নি : জাতীয় নাগরিক কমিটি

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড আর নিরাপদ নয়’ : ইয়েমেন

লন্ডনে বড় মেয়ের বাসায় রয়েছেন সালাহউদ্দিন আহমেদ

দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের

রাখাইনে সেনা সদর দপ্তর দখল আরাকান আর্মির

‘অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল’-এর আয়োজন করল ব্র্যাক ব্যাংক

১০

গাজীপুরে ট্রাকচাপায় বাইকের দুই আরোহী নিহত

১১

আমরা আল্লাহর ওপরে ভরসা করি আর হাসিনার ভরসা ভারত : দুলু

১২

কঠোর আন্দোলনের প্রস্তুতি আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের

১৩

সহসমন্বয়ক সাজিদুলকে জড়িয়ে কালবেলার নামে ভুয়া ফটোকার্ড

১৪

উপদেষ্টা হাসান আরিফের দাফন সোমবার

১৫

সামাজিক ন্যায়বিচারে রুবী গজনবী পুরস্কার জিতল নারীপক্ষ

১৬

‘স্বার্থ হাসিলের জন্য নয়, সার্বভৌমত্ব রক্ষার্থে বন্ধুত্ব রাখতে চাই’

১৭

ইউক্রেনের ৬ দূতাবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

১৮

‘আমি অপেক্ষায়, আমার বাবা আর ভাত খেতে আসে না’

১৯

আজ কেন বছরের দীর্ঘতম রাত?

২০
X