নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

চাঞ্চল্যকর ত্বকী হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার

ত্বকী হত্যা মামলায় আব্দুল্লাহ আল মামুন ওরফে জামাই মামুনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি : কালবেলা
ত্বকী হত্যা মামলায় আব্দুল্লাহ আল মামুন ওরফে জামাই মামুনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ত্বকী হত্যা মামলায় আব্দুল্লাহ আল মামুন ওরফে জামাই মামুনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে র‌্যাব-১১ এর সহকারী পরিচালক সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর ) রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল্লাহ আল মামুন ওরফে জামাই মামুন বরিশাল জেলার আব্দুর রহিমের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেধাবীছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানা প্রথমে তদন্ত শুরু করলেও উচ্চ আদালতের নির্দেশে র‌্যাব-১১ এর নিকট মামলার তদন্ত অর্পণ করা হয়। এর ধারাবাহিকতায় ত্বকী হত্যা মামলায় জড়িত থাকার দায়ে সোমবার রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকা থেকে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে ঢাকায় আত্মগোপনে ছিলেন। সোমবার রাতে তাবলিগ জামাতের ছদ্মবেশে ঢাকা থেকে খাগড়াছড়ির রামগড় যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়িগামী বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে তাকে পাঠানো হলেও আদালত রেভারেঞ্জের কারণে আসামির রিমান্ড শুনানি হয়নি। আগামী ৬ অক্টোবর মামলার রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, চলতি বছরের সেপ্টেম্বরে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৮ সেপ্টেম্বর ও ৯ সেপ্টেম্বর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। তারা হলেন- মো. শাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া ও মো. কাজল হাওলাদার। পরে তাদের রিমান্ডে নেওয়া হয় এবং ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মো. কাজল হাওলাদার। বাকি আসামিদের ফের রিমান্ডে নেওয়া হয়েছে। এদিকে গত ১১ সেপ্টেম্বর ঢাকার মিরপুর থেকে আজমেরী ওসমানের সাবেক গাড়িচালক জামশেদ শেখকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সে রাতেই নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দণ্ডবিধি ৩০২/৩৪ ধারায় আসামি অজ্ঞাত উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়।

মামলাটির তদন্ত প্রথমে পুলিশ ও পরে উচ্চ আদালতের নির্দেশে তখন মামলাটির তদন্তভার র‍্যাবের ওপর ন্যস্ত হলে তারা সে বছর ২৯ জুলাই ইউসুফ হোসেন লিটন এবং ১২ নভেম্বর সুলতান শওকত ভ্রমর নামে দুজনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করে।

জবানবন্দি তারা জানান, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। ২০১৪ সালের ৫ মার্চ তদন্তকারী সংস্থা র‌্যাব সংবাদ সম্মেলন করে জানায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে তাদেরই টর্চার সেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামাকে পিটিয়ে মারার ৪০ দিনের মাথায় ভাগিনা খুন

যুবদল নেতা মামুনকে চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

সমাবেশ পিছিয়েছে খতমে নবুওয়ত বাংলাদেশ

নিজেরা সাতে নেমে প্রোটিয়াদের পাঁচে তুলল শান্তরা

বাকি ২০০ টাকা চাওয়ায় দোকানদারকে কুপিয়ে হত্যা

দক্ষিণ সিটিতেও নাগরিক সনদ দেবেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা

ব্রিজের সংযোগ সড়কে ধস, বিপাকে ১০ গ্রামের মানুষ

আলোচিত পানি জাহাঙ্গীরের বিরুদ্ধে অনুসন্ধান করবে সিআইডি

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ

ঢাকায় কুমারী পূজা হচ্ছে না

১০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফরের তারিখ ঘোষণা

১১

শ্রমিক নিহতের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

১২

সাকিবের অবসর সিদ্ধান্ত, যা বললেন হাথুরুসিংহে

১৩

নির্বাচনী রোডম্যাপের ব্যাপারে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

১৪

ইরানি জণগণকে উদ্দেশ করে নেতানিয়াহুর ভিডিও বার্তা

১৫

সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৮৫৬ কোটি টাকা

১৬

বেক্সিমকোর শেয়ার কারসাজি, ৪২৮ কোটি টাকা জরিমানা

১৭

অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

১৮

ঠাকুরগাঁওয়ে দিনে ৪ বিয়ে বিচ্ছেদ, এগিয়ে নারীরা

১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন একটি ট্রাস্ট ফান্ড গঠন

২০
X