পিরোজপুরের নেছারাবাদে কারখানার ভেতরে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষতিকর নিষিদ্ধ ঘন চিনি, স্যাকারিন ও কাপড়ে ব্যবহৃত রং দিয়ে তৈরি হচ্ছে আইসক্রিম। এ অভিযোগে লাক্সারি আইসক্রিম কারখানায় জরিমানা করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সোহাগদল ইউনিয়নের এনডাব্লিউ বাজারে লাক্সারি আইসক্রিমের কারখানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভোক্তা অধিকার আইনে (৩৭) এবং (৪২) ধারা অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে ১০ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. হারুন-অর-রশিদ গাজী।
নেছারাবাদ উপজেলা ইউএনও কালবেলাকে বলেন, লাক্সারি আইসক্রিম কোম্পানিটি দীর্ঘদিন ধরে শিশুস্বাস্থ্যে নিষিদ্ধ রং দিয়ে আইসক্রিম তৈরি করে আসছিল। ভোক্তা অধিকার আইনে ওই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মন্তব্য করুন