বরিশাল ব্যুরো
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১২:১৭ এএম
অনলাইন সংস্করণ

আইন পেশায় সফল হওয়ার কোনো সংক্ষিপ্ত পথ নেই : প্রধান বিচারপতি

বরিশালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা আইনজীবী সমিতির নেতারা। ছবি : কালবেলা
বরিশালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা আইনজীবী সমিতির নেতারা। ছবি : কালবেলা

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, একটি ন্যায় ভিত্তিক শোষণহীন সমাজ গঠন এবং সমাজের সর্বস্তরের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের কোনো বিকল্প নেই। আইন পেশায় সফল হওয়ার ক্ষেত্রে কোনো সংক্ষিপ্ত পথ নেই। আইনপেশায় সাফল্যের শিখরে পৌঁছাতে প্রয়োজন একাগ্র নিষ্ঠা, সততা, ধৈর্য ও পরিশ্রম। একজন আইনজীবীর পড়ালেখার কোনো শেষ নেই। আইনের সর্বশেষ সংশোধন সম্পর্কে আপনারা নিজেদের আপডেটেড রাখবেন।

তিনি বলেন, বার ও বেঞ্চ একত্রে বিচার বিভাগ। ন্যায় বিচার প্রতিষ্ঠায় একে অন্যের পরিপূরক, প্রতিপক্ষ নয়। কোর্ট অফিসার হিসেবে আইনজীবীদের প্রথম কর্তব্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদালত ও আইনের বিধিবিধানের ওপর পূর্ণ সম্মান প্রদর্শন ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদালতকে সহযোগিতা করা। বিচার বিভাগের সম্মান বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ডে যেন আমরা জড়িয়ে না যাই, সেদিকে সর্বদা লক্ষ রাখতে হবে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বরিশাল জেলা আইনজীবী সমিতির আয়োজনে এ্যানেক্স ভবন মিলনায়তনেিএক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জুলাই আগস্টের শহীদদের আত্মত্যাগের কথা স্বরন করে প্রধান বিচারপতি বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সব শহীদদের মানুষ চিরকাল গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবে। এসময় তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী অকুতোভয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রতি। যারা একটি শোষণ মুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তাজা বুলেটের সামনে নিজেদের বুক পেতে দিয়েছিলেন।

তিনি আরও বলেন, বরিশাল আদালতে বিভিন্ন পর্যায়ে ৪৭ জন বিচারক মামলা দায়েরের তুলনায় শতভাগ মামলা নিষ্পত্তি করেছেন। কিছু কিছু আদালতের বিচারক মামলা দায়েরের তুলনায় শতভাগের বেশি মামলা নিষ্পত্তি করেছেন। পরিসংখ্যান অনুসারে এ বছর ৮ হাজার ৯২৪টি দেওয়ানী ও ফৌজদারি মামলার বিপরীতে ৮ হাজর ৯শ ৩৬ মামলা নিষ্পত্তি হয়েছে। যা প্রমাণ করে যে, জন আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন বাংলাদেশের পথে আমরা হাঁটছি। শত বাধা সত্ত্বেও আস্থা ও নিষ্ঠার সঙ্গে বিচারকরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে চলছে।

তিনি আরও বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও গণমানুষের অধিকার রক্ষায় বরিশাল জেলা আইনজীবী সমিতি সব সময় সোচ্চার রয়েছে।

বিচারবিভাগকে আমাদের এমনভাবে ঢেলে সাজাতে হবে যেন বিচার প্রার্থীর সময় ও খরচ উল্লেখযোগ্যহারে কমে এবং আদালত প্রাঙ্গণে তাদের বার বার আসতে না হয়। তবে এ বিষয়টি বিচারকদের একার ওপর নির্ভর করে না। এজন্য আইনজীবীদের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, বিচার বিভাগকে পৃথকীকরণের লক্ষ্যে পৃথক বিচার সচিবালয় গঠনের কথা বলেছি। সেলক্ষ্যে শীঘ্রই আমরা সুপ্রিমকোর্ট হতে আইন মন্ত্রণালয়কে প্রস্তাব প্রেরণ করছি।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ মো. গোলাম কবির বাদল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান মোহাম্মদ মোর্শেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় উদ্ধার করা মর্টারশেলের বিস্ফোরণ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেশ কয়েকটি যানবাহনের সংঘর্ষ

ঘন কুয়াশায় দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ

কোন কোন বিভাগে বৃষ্টি হবে জানাল আবহাওয়া অফিস

যৌথ বাহিনীর অভিযানে নারী মাদককারবারি গ্রেপ্তার

শীতে অসুস্থ হতে না চাইলে খেতে পারেন এই সুপারফুডগুলো

কম্পিউটার মনিটরে ওয়ারেন্টি সুবিধা বাড়াল ওয়ালটন

সকালে হালকা গরম পানি খেয়ে বিপদ ডেকে আনছেন না তো?

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা

ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা করা হয় কল্পনাকে : পুলিশ

১০

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

১১

আহ্ছানিয়া মিশনে চাকরির সুযোগ

১২

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে

১৩

দেশীয় সংস্কৃতি রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে জাসাস : মীর হেলাল

১৪

টিভিতে আজকের খেলা

১৫

টাঙ্গাইলে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৬

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৭

২২ ডিসেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

২২ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৯

নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে : জোনায়েদ সাকি

২০
X