চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অসিফ সহায়করা। চাকরি স্থায়ী করা না হলে কঠোর কর্মসূচিসহ আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে টাইগারপাস নগর ভবনের সামনে এ কর্মসূচি করে। মানব বন্ধন শেষে চসিক প্রশাসক মো. তোফায়েল ইসলাম বরাবরে একটি স্মারকলিপি দিয়েছে আন্দোলনকারীরা।
এ স্মারকলিপিতে বলা হয়েছে, গত ২০ হতে ২৫ বছর ধরে অস্থায়ীভাবে চট্টগ্রাম সিটি করপোরেশনে চাকরি করে আসছি। আমরা যুবক বয়সে চাকরিতে প্রবেশ করি। এখন অনেকে বয়বৃদ্ধ, বিবাহিত, সন্তান নিয়ে চাকরি স্থায়ী না হওয়ায় মানবেতর জীবন পার করছি। কর্তৃপক্ষের বহু আশ্বাসের পরও আমাদের স্থায়ী করা হয়নি। সাবেক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী আমলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় কর্মচারীদের স্থায়ী করণের জন্য ছাড়পত্র প্রদান করে।
এর আলোকে চসিক কর্তৃপক্ষ অস্থায়ীভাবে চাকরিরতদের মৌখিক পরীক্ষা গ্রহণ করে এবং বিভিন্ন পদে স্থায়ী করণও করে। কিন্তু অফিস সহায়কদের পরীক্ষা নেওয়ার পরও কোনো অদৃশ্য শক্তির কুদৃষ্টির প্রভাবে চাকরী স্থায়ীকরণ করা হয়নি। অন্যান্য ঊর্ধ্বতন পদে স্থায়ী করা হলেও চতুর্থ শ্রেণির কর্মচারী হওয়ার কারণে আমাদের স্থায়ী করা হয়নি। আমরা মনে করি। আমরা মানববন্ধন থেকে কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি সব তালবাহানা পরিহার করে দ্রুত আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
মন্তব্য করুন