মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে ৯ মাসে কমেছে ৯৭ হেক্টর ফসলি জমি

মানিকগঞ্জে কলকারখানা, নতুন বসতি, নদীভাঙনে হারিয়ে যাচ্ছে ফসলি জমি। ছবি : কালবেলা
মানিকগঞ্জে কলকারখানা, নতুন বসতি, নদীভাঙনে হারিয়ে যাচ্ছে ফসলি জমি। ছবি : কালবেলা

মানিকগঞ্জে কলকারখানা, নতুন বসতি, নদীভাঙনে গত ৯ মাসে কৃষকদের ৯৭ হেক্টর ফসলি জমি কমে গেছে, যা গড়ে প্রতি মাসে ১০ হেক্টরেরও বেশি। এর মধ্যে ৩১০ কৃষক তাদের সম্পূর্ণ কৃষিজমি হারিয়েছেন, যে কারণে এই জেলায় ফসল উৎপাদন দিন দিন কমে যাচ্ছে। চাহিদা থাকায় বাড়ছে কৃষিপণ্যের দাম। গত রোববার দুপুরে কালবেলাকে এমন তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জ কৃষি অফিসের উপপরিচালক কৃষিবিদ ড. রবীআহ নূর আহমেদ।

জানা গেছে, নদীমাতৃক ও কৃষিপ্রধান অঞ্চল হিসেবে প্রাচীনকাল থেকেই মানিকগঞ্জ জেলার আলাদা এক গুরুত্ব রয়েছে। এ জেলার কৃষিপণ্য নিজ জেলার চাহিদা মিটিয়ে ঢাকাসহ আশপাশের জেলার চাহিদা পূরণ করত। এখন নিজ জেলার কৃষিপণ্যের চাহিদা পূরণ হচ্ছে না। নতুন বসতি, নদীভাঙনসহ স্কয়ার, রিয়ান্ড, চায়না কোম্পানি নামে বিভিন্ন কলকারখানা ফসলি জমিতে বালু ভরাট করছে।

কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৩ সালে মানিকগঞ্জে ফসলি জমি ছিল ৯৯ হাজার ৫৭৬ হেক্টর, যা গত ৯ মাসে কমে বর্তমানে দাঁড়িয়েছে ৯৯ হাজার ৪৭৯ হেক্টর জমি। এই ৯ মাসে নদীতে বিলীন হয়েছে ৫০ হেক্টর, বিভিন্ন কোম্পানির নামে বালু ভরাট হয়েছে ৪৪ হেক্টর, নতুন বসতবাড়ি নির্মাণ হয়েছে ৩ হেক্টর ফসলি জমিতে। ২০২৩ সালে এ জেলায় কৃষক ছিলেন ২ লাখ ৬৬ হাজার ১৩ জন। বর্তমানে কমে কৃষক রয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৭০৩ জন।

ঘিওর উপজেলার ধুলন্ডী গ্রামের দুলাল চন্দ্র সরকার বলেন, স্কয়ার কোম্পানি আমার জমির চারপাশে সব জমি কৃষকদের কাছ থেকে কিনে নেওয়ায় আমার তিন ফসলি ১৮ শতাংশ জমিও বিক্রয় করতে হয়েছে।

হরিরামপুর উপজেলার কাঞ্চপুর ইউনিয়নের কোটকান্দি গ্রামের আশি বছর বয়সী শেখ সোহরাব জানান, আমার বাবা-দাদার বাড়ি ছিল বড়বাহাদুরপুর। সেখানে আমাদের ফসলি ১৩ বিঘা জমি ছিল। সেসব জমি পদ্মায় বিলীন হয়েছে। শেষ সম্বল বসতভিটাটাও নদীতে চলে যায়। এখন কাঞ্চপুর ইউনিয়নে মামার বাড়িতে বসবাস করছি।

ক্যাব ও মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু বলেন, দিন দিন ফসলি জমি কমার কারণে ফসল উৎপাদন কমে যাচ্ছে। সে কারণে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। কলকারখানা গড়ে তোলার জন্য তিন ফসলি জমি যাতে নষ্ট না হয়, সেদিকে সরকারের নজর রাখাসহ নদী শাসনের দাবি করেন তিনি।

কৃষি অফিসের উপপরিচালক কৃষিবিদ ড. রবীআহ নূর আহমেদ বলেন, পদ্মায় বসতভিটা ভাঙনের কারণে অনেক পরিবার জেলার বিভিন্ন জায়গায় ফসলি জমি ক্রয় করে বাড়িঘর তৈরি করছে। এ ছাড়া কলকারখানার কারণেও ফসলি জমি হারাতে হচ্ছে। এ বিষয়ে আমরা এরই মধ্যে উদ্যোগ নিয়েছি, যেন তিন ফসলি জমিতে আর কেউ কলকারখানাসহ বসতবাড়ি না করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া দুদক হতে সতর্ক করেছে আসল দুদক

শ্রম আইনে অন্তর্ভুক্তির দাবিতে / ২০০ গৃহকর্মী নিয়ে ‘গৃহকর্মী জাতীয় ফোরামের’ অভিষেক

প্রতিমা ভাঙচুরের ঘটনায় / জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

আইন পেশায় সফল হওয়ার কোনো সংক্ষিপ্ত পথ নেই : প্রধান বিচারপতি

বগুড়ায় আ. লীগের সভাপতি ও সেক্রেটারিসহ ১৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

চট্টগ্রাম সিটি করপোরেশন / চাকরি স্থায়ী না হলে আন্দোলনের হুঁশিয়ারি

বাঁধ খুলে দেওয়ার প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

‘মায়ের ডাক’র তুলির ভাইকে তুলে নেওয়ার বিষয়ে আইএসপিআরের বিবৃতি

পানির ওপর ৩৩ কিলোমিটার বাইক চালিয়ে বিশ্বরেকর্ড করলেন যুবক!

সকালের মধ্যেই ১৬ জেলায় ঝড়ের শঙ্কা

১০

বিল বকেয়া, চসিক হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন / সাজিদের স্মরণ সভায় বাবা, সাজিদ ছিল একজন আদর্শ ছেলে

১২

অন্যায় করলে ছাড় দেওয়ার সুযোগ নেই : যুবদল সভাপতি

১৩

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই যেভাবে কাজ করে

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামি বক্তা তাহেরীর গাড়িতে হামলা

১৫

ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকার বিভাগের বিশেষজ্ঞ কমিটি গঠন

১৬

নির্দেশ অমান্যকারীরা দলের লোক নয় : নয়ন

১৭

নেতাকর্মীদের প্রতি যুবদলের নির্দেশনা

১৮

‘আগস্ট বিপ্লবের শহীদরা জাতির শ্রেষ্ঠ বীর সন্তান’

১৯

মানিকগঞ্জে ৯ মাসে কমেছে ৯৭ হেক্টর ফসলি জমি

২০
X