গাইবান্ধার সাদুল্লাপুরে চুল কালো করার দুলহান (কেমিক্যাল জাতীয় তরল পদার্থ) পান করে মোসলেমা বেগম (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার জামালপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন জামালপুর ইউপি সদস্য চেয়ারম্যান জাহিদ হাসান শুভ।
মোসলেমা বেগম জামালপুর ইউনিয়ন গোপালপুর গ্রামের ভ্যানচালক হামিদ মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন ধরে স্বামী হামিদ মিয়ার সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী মোসলেমা বেগমের পারিবারিক কলহ চলছিল। এরই জেরে অভিমান করে রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘরে থাকা দুলহান পান করেন। পরে রাতের দিকে অসুস্থ হলে মোসলেমাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সোমবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জামালপুর ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান শুভ জানান, শুনেছি চুল রং করার দুলহান পান করে মোসলেমা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। এজন্য এরকম ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।
মন্তব্য করুন