উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুতগতিতে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় শহরের হার্ড পয়েন্টে ৬২ সেন্টিমিটার অর্থাৎ ২ ফুটেরও বেশি পানি বেড়েছে। একই দিনে কাজীপুরের মেঘাই পয়েন্টে বেড়েছে ৬৩ সেন্টিমিটার।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে শহরের হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি সমতল রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫২ মিটার। ২৪ ঘণ্টায় ৬২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২ দশমিক ৩৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২ দশমিক ৯০ মিটার)। রোববার এ পয়েন্টে যমুনার পানি বৃদ্ধি পায় ৩৫ সেন্টিমিটার।
অন্যদিকে কাজীপুরের মেঘাই পয়েন্টে পানি সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২৭ মিটার। ২৪ ঘণ্টায় ৬৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২ দশমিক ৫৩ মিটার নিচে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার)। রোববার এ পয়েন্টে ৫১ সেন্টিমিটার বৃদ্ধি পায়।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেসুর রহমান কালবেলাকে বলেন, আরও দুদিন যমুনা নদীর পানি বাড়বে। এরপর পানি বাড়ার হার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ অঞ্চলে বন্যার কোনো আশঙ্কা নেই বলে তিনি জানান।
মন্তব্য করুন