দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টায় উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রাণীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরাহাট এলাকার আফজাল হোসেনের ছেলে আব্দুল গফফার (৬৮) ও দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচগ্রাম এলাকার ওমর আলীর ছেলে আনোয়ার হোসেন।
আহতরা হলেন, হাকিমপুর উপজেলার সাইদুল ইসলামের ছেলে আল আমিন (৩৫), একই উপজেলার মফিজ উদ্দিনের ছেলে এনামুল (৩৬) ও নবাবগঞ্জ উপজেলার সিরাজুল ইসলামের ছেলে মোস্তফা (৩৬)।
স্থানীয়রা জানান, ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে মাছের আড়তের পাশে বেশকিছু ভ্যান দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে দিনাজপুরগামী একটি ট্রাক দাঁড়িয়ে ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলে আব্দুল গফফার মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আনোয়ার হোসেন মারা যান।
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেবলেন, আহতরা সবাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যানের চালকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন