সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ খান বলেছেন, আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানবরচিত সব মতবাদকে ছুড়ে ফেলে রাসুলের (সা.) আদর্শে নিজেদের জীবনকে রাঙিয়ে একটি আদর্শ সমাজ কায়েমে ভূমিকা রাখতে হবে। সকল দলমত নির্বিশেষে রাসুল (সা.)-এর দেখানো পথে ইসলামী সমাজ বিনির্মাণে কাজ করতে হবে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামী তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ গণমিলনায়তনে সিরাতুন্ননবী (সা.) উপলক্ষে এক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তোফায়েল আহমদ খান বলেন, গত ৫ আগস্ট বিপ্লবের পর জামায়াতের আমির নির্দেশ দিয়েছে জামায়াতের কোনো কর্মী বা সমর্থক কারো ওপর যেন অন্যায় অবিচার বা অসদাচারণ না করে। আমরা মানুষকে স্বাধীনতা দিতে চাই, মানুষকে তার প্রাপ্য অধিকার দিতে চাই, মানুষ মানুষের গোলামি করুক আমরা তা চাই না। আমরা যে রাসুলকে ভালোবাসি সেই রাসুলের দেখানো পথে চলতে চাই।
তাহিরপুর উপজেলা জামায়াতের আমির রুকন উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আনোয়ার উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুস সালাম আল মাদানী, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল্লাহ, জেলা জামায়াতের সেক্রেটারি মোমতাজুল হাসান আবেদ, সিলেট মহানগরীর ট্রেড বিষয়ক সম্পাদক দিলশাদ আহমদ প্রমুখ।
মন্তব্য করুন