জবি ও নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

নড়াইলে জবি ছাত্রদল কর্মীকে কুপিয়েছে আ.লীগ কর্মীরা

আহত মিলনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করে হয়েছে। ছবি : কালবেলা
আহত মিলনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করে হয়েছে। ছবি : কালবেলা

নড়াইলের নড়াগাতীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী মিলন শেখকে কুপিয়ে জখম করেছে আওয়ামী লীগ কর্মীরা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিলন শেখ ঢাকা থেকে নিজ গ্রাম খাশিয়ালে এলে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় আওয়ামী লীগ কর্মী সজল খন্দকার ও জুয়েল খন্দকারের নেতৃত্বে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে মিলন শেখকে। আহত মিলনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করে হয়েছে।

প্রত্যক্ষদর্শী নড়াগাতী থানা ছাত্রদল নেতা রিমন মোল্লা বলেন, মিলন ছাত্রদলের একজন সক্রিয় কর্মী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। একই সঙ্গে নিজ এলাকাতেও ছাত্রদলের কার্যক্রমে যুক্ত ছিলেন তিনি। পূর্ববর্তী বিরোধের জেরে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা তাকে কুপিয়েছে।

নড়াগাতী থানা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ রাকিবুল ইসলাম মিশান বলেন, মিলন আমার স্নেহের ছোট ভাই। সে জাতীয়তাবাদের আদর্শ ধারণ করে। ছাত্রদলের আদর্শ ধারণ করে। বিগত আন্দোলনে সে সক্রিয় ভূমিকায় ছিল। আমি এই হামলার বিচার চাই।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, মিলন বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল। এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সব ব্যবস্থা নিবে। আওয়ামী লীগের গত ১৬ বছরের সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারাবাহিকতা ছিল এটি। ভারতে বসে শেখ হাসিনা নিজে এসব নির্দেশনা দিচ্ছে। যেটার প্রতিফলন দেখা গেল এ ঘটনায়।

তিনি আরও বলেন, সারা দেশে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা হলে আন্দোলন করবে ছাত্রদল। নয়তো তাদের যেখানে পাওয়া যাবে সেখানে ধরে উপযুক্ত শাস্তি দিয়ে প্রশাসনের নিকট তুলে দেওয়া হবে।

নড়াগাতী থানার ওসি মোস্তাফিজুর রহমান কালবেলাকে বলেন, মূলত গ্রাম্য আধিপত্যের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। গত ২৪ সেপ্টেম্বর আগে একটি মারামারির ঘটনা ঘটেছিল। এর জেরে মিলনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ রাষ্ট্রকে অনন্য উচ্চতা দিয়েছে : রব

ভিশন একাডেমির আয়োজনে উন্মুক্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ডুবে যাওয়া ভাইকে বাঁচাতে গিয়ে দুই ভাইয়েরই মৃত্যু

গভীর রাতে গরু চুরি, ইউপি সদস্য গ্রেপ্তার

‘শেখ হাসিনা ও তার দল প্রতিহিংসার রাজনীতি করেছে’

স্বাস্থ্যবিষয়ক উপকমিটির প্রতিবেদন / ছাত্র-জনতার আন্দোলনে নিহতের সংখ্যা প্রকাশ

রিমান্ড শেষে কারাগারে সাবেক রেলমন্ত্রী সুজন

অভিযুক্ত শিক্ষকদের শ্রেণি কক্ষে ফেরার কোনো যৌক্তিকতা নেই : সমন্বয়ক কাদের

সংস্কার কার্যক্রম শেষ করে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে : খেলাফত মজলিস

সংশোধনী তামাক নিয়ন্ত্রণ আইন পাস করার দাবি যুবকদের

১০

এনজিও মার্কা চেহারা দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় : নুরুল হক নুর

১১

রোকন হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে ছাত্রলীগ নেতা সিয়াম

১২

নায়িকাদের চরিত্র নিয়ে যা বললেন তানজিন তিশা 

১৩

বিভক্তি নয়, ঐক্যই হোক জাতি গড়ার হাতিয়ার : ডা. শফিকুর রহমান

১৪

সিরাজগঞ্জে টানা বর্ষণে যমুনায় পানি বৃদ্ধি

১৫

পত্নীতলায় ৮০০ আম গাছ কেটে জমি দখল

১৬

সাবেক সংসদ সদস্য বাহারের আরেক সহযোগী গ্রেপ্তার

১৭

প্রধান উপদেষ্টাকে কেন ধন্যবাদ দিলেন আহমাদুল্লাহ?

১৮

শেখ হাসিনা বিদায় নেওয়ায় ১৮ কোটি মানুষ মুক্তি পেয়েছে : জামায়াত সেক্রেটারি

১৯

যে কারণে ডিভোর্স হচ্ছে ঊর্মিলার 

২০
X