কুমিল্লা নগরীতে লুডু খেলা নিয়ে ঝগড়ার জেরে ছুরিকাঘাতে মাহি আলম ওরফে মারুফ নামে এক কিশোরকে হত্যা করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে নিহতের মরদেহ নিয়ে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লা নগরের জাঙ্গালিয়া এলাকার ময়নামতি রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহি আলম (১৭) নগরের শাকতলা এলাকার বাবুল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মাহিসহ বেশ কয়েকজন সমবয়সী কিশোর ময়নামতি রেলস্টেশনের পাশে লুডু খেলছিল। খেলার মধ্যে পাশের রামনগর এলাকার অপর এক কিশোরের সঙ্গে তার ঝগড়া লাগে। ঝগড়ার এক পর্যায়ে মাহির পেটে ছুরিকাঘাত করে ওই কিশোর পালিয়ে যায়।
স্থানীয় মাহিকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহতের স্বজন ও এলাকাবাসী মরদেহ নিয়ে নোয়াগাঁও এলাকায় এসে কুমিল্লা-নোয়াখালী সড়কে অবরোধ করে বিক্ষোভ করেন।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির পরিদর্শক কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাহি হত্যাকাণ্ডের প্রকৃতকারণ জানতে তদন্ত চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত হবে। এ ঘটনায় জড়িত সবাইকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন