রাঙামাটিতে গত তিনদিনে কুকুরের কামড়ে অন্তত ৮০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে ৮০ জন চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে গেছে। গত কয়েকবছর ধরে পৌরসভা কর্তৃপক্ষ কুকুরকে ভ্যাকসিন দেওয়ার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তাই কুকুরগুলো পথচারীদের কামড়ে আহত করছে। আহতদের মধ্যে ৩০ বছরের তরুণ থেকে ৭৪ বছরে বৃদ্ধ রয়েছেন। তারা রাঙামাটি শহরের ট্রাভেল আদাম, কালিন্দপুর, রিজার্ভ বাজার, তবলছড়ি, বনরূপা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
কুকুরের কামড়ে আহত অমিত ঘোষ বলেন, অফিস শেষ করে সন্ধ্যার দিকে বের হই। স্থানীয় ভেদভেদি থেকে হেঁটে আসার সময় হঠাৎ করে একটি কুকুর পেছন দিক থেকে ডান পায়ের হাঁটুতে কামড় দেয়। পরে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় আসি।
ভেদভেদির বাসিন্দা মো. ইয়াকুব আলী বলেন, হঠাৎ করে পাগলা কুকুর পথচারীদের কামড়ে দিচ্ছে। পৌরসভার কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাচ্ছি না।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর বলেন, রাঙামাটিতে গত তিনদিনে ৮০ জন লোক কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এভাবে কুকুরের কামড়ে আক্রান্ত হলে ভ্যাকসিনের যে মজুত রয়েছে তার দুই তিনদিন চলবে। আমরা আরও ভ্যাকসিন আনার ব্যবস্থা নিয়েছি।
রাঙামাটি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান বলেন, আমরা কুকুরের কামড়ে পথচারীরা আহত হওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন যেসব কুকুর তাদের কাছে নিয়ে যাওয়া হয় সেগুলোকেই তারা ভ্যাকসিন দেন। বেওয়ারিশ কুকুরগুলোকে পৌরসভা অর্থায়নে ভ্যাকসিন দেওয়া হবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন