গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বিধান চন্দ্র মন্ডল (৩৫) ও তার স্ত্রী কমলী রানী (৩০)।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের উত্তর রসুল খোলা মন্ডলের বাজার নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এই দম্পতি উত্তর রসুলপুর (খোলা মন্ডলের বাজার) গ্রামের বাসিন্দা।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রিপন মন্ডলের ছেলে বিধান চন্দ্র মন্ডল তার অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ঘরের ভেতর বৈদ্যুতিক সংযোগ দিচ্ছিলেন। এ সময় তিনি বিদ্যুতায়িত হন। পরে বিধানকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী কমলী রানীও বিদ্যুৎস্পর্শে মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ বিষয়ে রসুলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য লাল মিয়া কালবেলাকে বলেন, এমন ঘটনা খুবই দুঃখজনক। এটি একটি দুর্ঘটনা।
সাদুল্লাপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের তথ্য অনুযায়ী অটোরিকশা চার্জ দিতে গিয়ে এ ঘটনা ঘটেছে। এ ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে।
মন্তব্য করুন