জামাতুল আনসার ফিল হিন্দাল শারকীয়ার ৩২ জনকে জামিন দিয়েছেন বান্দরবান জেলা দায়রা জজ আদালত।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন জামিনের আবেদন মঞ্জুর করেছেন বলে আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ আলমগীর জানিয়েছেন।
জানা যায়, পাহাড়ে নতুন গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের আস্তানায় প্রশিক্ষণ নেওয়া ও জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগে গত বছর এদের বান্দরবানের বিভিন্ন জায়গা থেকে আটক করেছিল র্যাব ও পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বান্দরবানে রুমা ও থানচি থেকে গ্রেপ্তার ৩২ জনের জামিন হয়েছে। মোট চারটি মামলায় আটক করা হয়। এদের মধ্যে বান্দরবানের থানচি থেকে ২১ জন, রুমা থেকে ৪ জন, নাইক্ষ্যংছড়ি থেকে ২ জন ও বান্দরবান সদর থেকে পাঁচজনকে আটক করা হয়।
এদের বিরুদ্ধে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের আস্তানায় প্রশিক্ষণ নেওয়া ও বিভিন্ন জায়গায় জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগ আনা হয়েছিল। কেএনএফের সন্ত্রাসী তৎপরতা দমনে পাহাড়ে নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু হলে সে সময় র্যাব অভিযান চালিয়ে এদের বিভিন্ন জায়গা থেকে আটক করে।
আসামিপক্ষের উকিল অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী বলেন, বিনা অপরাধে দেশের বিভিন্ন জায়গা থেকে এদের আটক করে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ এনে গ্রেপ্তার দেখানো হয়। তাদের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার কোনো অভিযোগ না পাওয়ায় আদালত তাদের জামিন দিয়েছে।
এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইকবাল করিম জানান, তাদের বিরুদ্ধে প্রমাণ ছিল। আমরা জঙ্গিদের জামিনের বিষয়ে বিরোধিতা করেছিলাম। কাগজপত্র নিয়ে উচ্চ আদালতের শরণাপন্ন হব।
মন্তব্য করুন