কক্সবাজারের পেকুয়ায় মোবাইল দেখা নিয়ে বড় বোনের সঙ্গে ঝগড়ায় ইঁদুরকে খাওয়ানো বিষপান করে মারা গেছেন ছোট বোন। রোববার (২২ সেপ্টেম্বর) রাত ৮টায় পেকুয়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেহেরনামা মুরারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত্যু হওয়া ওই তরুণীর নাম মোছাম্মৎ জাহানারা (১৮।) আর বড় বোনের নাম তৈয়বা জান্নাত তৌহিদা (২০)। তারা উপজেলার মুরারপাড়া আশ্রয়ণ প্রকল্পের মো. ইব্রাহিম ও জোসনা বেগমের মেয়ে।
স্থানীয় ইউপি সাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মুরারপাড়া এলাকার ইব্রাহিমের দুই মেয়ে জাহানারা ও তৌহিদার মধ্যে মোবাইল ফোন নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ঘরে থাকা ইঁদুর মারার বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়ে জাহানারা। তৎক্ষণাৎ জাহানারাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তাফা কালবেলাকে বলেন, সংবাদ পেয়ে নিহতের বাড়িতে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
মন্তব্য করুন